স্বাগতম বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে

বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউটএর বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৫ এর সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ।

Date: May 8, 2025

বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৫ এর সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ ৮ই মে বৃহ:বার কলেজ ক্যাম্পাসে সাপ্তাহিক ক্রুমিটিং, স্কাউট অন ও পতাকা উত্তলনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর নবনিযুক্ত গ্রুপ সভাপতি অধ্যাপক ছাব্বির আহমদ, রোভার স্কাউট লিডার মাসুদুল হাসান, সিনিয়র রোভার মেট রেদওয়ান আহমদ ইমন, গার্ল ইন সিনিয়র রোভার মেট নাবিলা খানম পুষ্প, সাবেক রোভার মেট ময়েজ আহমদ, রোভার মেট রেজাউল করিম রেজা,এছাড়া অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেব রোভার মেট কাশিম উদ্দিন, রোভার মোহাম্মদ ইফতেখার আহমদ, রোভার শাহজাহান রুহান রুদ্র, রোভার জিবান আহমদ, গার্ল ইন রোভার আয়েশা বেগম, সুমি বেগম, নুসরাত জাহান, পাবিয়া আক্তার প্রমুখ।

Comments are closed.

© বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার কর্তৃক সংরক্ষিত ২০২৩।

কারিগরি সহায়তায়ঃ