স্বাগতম বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে

বিয়ানীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন

Date: November 19, 2023

বিয়ানীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়েছে। রোববার কলেজ ক্যাম্পাসে কড়া নজরদারিতে কলেজের একাদশ শ্রেণির পরিচিতিমুলক পাঠদান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

চার ভাগে বিভক্ত করে চারটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস গ্রহণ করেন কলেজ কর্তৃপক্ষ। একাদশ শ্রেণির প্রায় ১১ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে ওরিয়েন্টেশন ক্লাসে মানবিকের প্রায় ৬ শত শিক্ষার্থীদের দুইটি ভাগে এবং বিজ্ঞান ও ব্যবসা শাখার শিক্ষার্থীদের আলাদাভাবে ক্লাস নেওয়া হয়।

ক্লাসরুমসূমহ পরিদর্শন করে নবাগত শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম সহ শিক্ষকবৃন্দ।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ওরিয়েন্টেশন ক্লাস চালিয়ে নেওয়া হয়েছে বলে জানান কলেজ প্রধান ।

কলেজ জীবনের প্রথম ক্লাস করতে পেরে উৎফুল্ল প্রকাশ করে নবাগত শিক্ষার্থীরা ।

এদিকে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের বিদ্যমান গ্রুপগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার কর্তৃক সংরক্ষিত ২০২৩।

কারিগরি সহায়তায়ঃ