রোভার স্কাউট ইতিহাস
বিয়ানীবাজার কলেজ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হলেও ২০০৯ সাল পর্যন্ত কোন রোভার স্কাউট দল ছিল না।
এ সময় উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দ্বারকেশ চন্দ্র নাথ স্যার।২০১০ সালের শেষের দিকে এসে রোভার স্কাউট ইউনিট খোলার উদ্যোগ গ্রহন করেন।২০১১ সালে কলেজের আন্ত-ক্রীড়া প্রতিযোগিতা টি-১০ ক্রিকেট খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব প্রতাপচন্দ্র চৌধুরী স্যারকে দায়িত্ব দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছাসেবী সংগঠন রোভার স্কাউটের যাত্রা শুরু হয়।
পরবর্তীতে ২০১৩ সালে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ২৫০৩ এবং সিলেট জেলা রোভার এর ৪৪ নং এ বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট তালিকাভুক্ত হয়।
পরবর্তীতে সহকারী অধ্যাপক জনাব জমসিদ আলীর নেতৃত্বে ২বছরে রোভার স্কাউট ইউনিটের নিয়মিত জাতীয় দিবস, কলেজের অভ্যন্তরীণ সকল অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা শুরু করে।২০১৬ সালে জুন মাসে অধ্যক্ষ মহোদয় দায়িত্ব দেন ৩৪ বিসিএস বাংলা বিভাগের প্রভাষক জনাব মো. শফিকুল ইসলাম।উনার নেতৃত্বে বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিটের নতুনরূপ লাভ করে।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ তে শ্রেষ্ঠ রোভার স্কাউট ইউনিট উপজেলা থেকে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায় অংশগ্রহণ করে সিলেট জেলার মধ্যে বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট শ্রেষ্ঠ দল হয়।
প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ স্যারের নিরলস শ্রম ও পৃষ্ঠপোষকতায় আজ আমরা সফলতার সঙ্গে গোপালগঞ্জ, টুংগীপাড়ায়, প্রধান অতিথিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ” একাদশ জাতীয় রোভার মুট-২০১৭” এ অংশগ্রহণ করি।
ক্রমান্বয়ে ২০১৮ সালে বাহাদুরপুর,গাজীপুরে অনুষ্ঠিত হয় অষ্টাদশ আঞ্চলিক রোভার মুট এবং শতবর্ষ রোভার মুট।উক্ত বছরে ২টি রোভার মুটে সফলতার সাথে অংশগ্রহণ করে।২০১৮ সালে মেধা অণ্ণেষন সাঁতার প্রতিযোগিতায় জেলা এবং বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে অত্র ইউনিটের রোভার ইফতি আহমদ।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬/১৭/১৮/১৯ বছরের ন্যায় উপজেলার শ্রেষ্ঠ রোভার দল নির্বাচিত হয়।তার সাথে ২০১৮ এবং ২০১৯ এ দুইবার উপজেলার শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছে অত্র ইউনিটের এস আর এম রুমন আহমদ।
উপজেলার নির্বাহী কর্মকর্তার আদেশে সেচ্ছাসেবক হিসেবে বন্যার্ত্বদের মাঝে ত্রান বিতরনে সহায়তা করে,ভিটামিন এ+ ক্যাম্পিং,ট্রাফিক সপ্তাহ,বৃক্ষরোপণ অক্সিজেন (0২) বাস্তবায়ন,বিপি ডে পালন,ওয়ান ডে ক্যাম্প,সহচরের ওরিয়েন্টেশন, দীক্ষা গ্রহণ,বার্ষিক আউটিং,উন্নয়ন মেলা,মাদকদ্রব্য ধবংস ও সচেতনতা বৃদ্ধি সেমিনার,এডিস মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পিং,হাম ও রুবেলার টিকা কাজে সহায়তা,ব্রেস্ট ক্যান্সার ও তার প্রতিকার শীর্ষক র্যালী সেমিনার,সবর্শেষ এই বছরের আলোচিত কোভিড-১৯ করোনা ভাইরাস নিয়ে সচেনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট,মাস্ক, সাবান,হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।পাশাপাশি বাসায় থেকে অনলাইন বিভিন্ন কোর্স শেষ করে সার্টিফিকেট অর্জন করছে অত্র ইউনিটের রোভাররা। গ্রুপ সভাপতি ও অধ্যক্ষ স্যারের পরামর্শ-এ সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এবং বাসায় অবসর সময়কে কাজে লাগানোর জন্য অনলাইনে ভিডিও ক্লিপ তৈরি করছে।হাত ধৌত করার প্রক্রিয়া শিখিয়ে দেওয়া হচ্ছে।
অধ্যক্ষ স্যারের পরামর্শ অনুযায়ী ২০জন রোভার নিয়ে “করোনা প্রতিরোধ টিম” গঠন করা হয়।
বিয়ানীবাজার সরকারি কলেজ ইতিহাসে ২০১৯ এ প্রথমবারের মত নেপাল ও ভারত আন্তর্জাতিক ২টি ক্যাম্প করার সুযোগ পায় অত্র ইউনিটের এস আর এম রুমন আহমদ।বাংলাদেশ স্কাউটস এর বাছাইয়ের পরে সারা বাংলাদেশ থেকে ৩০জন রোভার সুযোগ পায় নেপাল রোভার মুটে।,
সিলেট বিভাগ থেকে ২জনের মধ্যে রুমন আহমদ একজন।
ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলায় দূ্র্যোগ ব্যবস্থাপনা ট্রেনিং কোর্সে বাংলাদেশ থেকে ১৬জন নির্বাচিত হয়েছে তারমধ্যে রুমন আহমদ একজন।
অধ্যক্ষ স্যারের আন্তরিক প্রচেষ্টা,সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক রোভার মুটে অংশগ্রহণ করার সুযোগ হয়।
১। 1st National Rover Moot-2019
Pokhara,kaski District,Nepal.(31May-04june)
২। Disaster Management &preparedness Training Course (29August-07 September)2019.
Agartala,Tripura,India.
২০১৯ সালে (৯-১২)ডিসেম্বর অধ্যক্ষ স্যারের একান্ত প্রচেষ্টায় ৩দিন ব্যাপী রোভার স্কাউট ইউনিটের ১ম বারের মত বার্ষিক তাঁবুবাস,দীক্ষা গ্রহণ,এক্স-রোভার রি-ইউনিয়ন এবং মহা তাঁবুজলসা মধ্যে দিয়ে সম্পন্ন করা হয়।
একই বছরে অধ্যক্ষ স্যারের হাতে রোভার স্কাউট ইউনিটের কার্যক্রম আরো বৃদ্ধি করার জন্য জেলার অনুমতি সাপেক্ষে গার্ল ইন রোভার স্কাউট গ্রুপ খোলা হয়।দীর্ঘ নয় বছরে সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে আজ রোভার স্কাউট ইউনিট জেলা,বিভাগ, আঞ্চলিক,জাতীয়,আন্তর্জাতিকভাবে সফলতা বয়ে এনেছে।
আর এই সবকিছুর মূলে যার অবদান নিহিত রয়েছে তিনি প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ স্যার।
বর্তমানে অর্থনীতি বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট লিডার জনাব নিকসন দাশ স্যার,গার্ল ইন রোভার লিডার ইংরেজি বিভাগের প্রভাষক জনাব উর্মি লাবণী চক্রবর্তী এবং সিনিয়র রোভার মেট রুমন আহমদের নেতৃত্বে রোভার স্কাউট ইউনিট এখন স্বয়ংসস্পূর্ন।বর্তমানে ২৪ জন সহচর স্থর ও ২৪ জন সদস্য স্থর,কাউন্সিলর ০৮ জন,সেবা স্থরের ০৪ জন মোট ৬০ জন রোভার এবং গার্ল ইন রোভার নিয়ে এই ইউনিট পরিচালিত হচ্ছে।
রুমন আহমদ
এস আর এম
বিয়ানীবাজার সরকারি কলেজ।